শেখ জাবেদ আহমদ, সিলেট মহানগর প্রতিনিধি:
সিলেটের জেলা প্রশাসক(ডিসি) মো: সারওয়ার আলম বলেছেন, দুর্যোগ প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। ভুমিকম্প সহ প্রাকৃতিক অনেক দুর্যোগ মোকাবেলায় প্রকৃত অর্থে মানুষের সক্ষমতা নাই।তাই এক্ষেত্রে জান মাল রক্ষায় সর্বস্তরের নাগরিকদের সচেতনতার বিকল্প নেই। জেলা প্রশাসক বলেন, আমাদেরকে কারিগরি প্রস্তুতির পাশাপাশি জনগণকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। বিপুল সংখ্যক জনগণকে দুর্যোগে উদ্ধার কাজে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে এখনই কারিগরি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করতে হবে।তিনি বলেন,দেশের বিভিন্ন জায়গায় ইদানিং ভুমিকম্প বার বার হচ্ছে। এর মধ্যে সিলেট একটি ঝুঁকিপূর্ণ জনপদ।তিনি সরকারি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সবসময় প্রস্তুত থেকে বিপদে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানান।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন,সিলেট আয়োজিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনীর প্রতিনিধি, বিজিবি ও পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাবৃন্দ সহ সওজ,বিদ্যুৎ, এলজিইডি সহ সরকারি সকল দপ্তরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ,জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ,এনজিও কর্মকর্তাবৃন্দ,ব্যবসায়ী, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার, সিলেটের উপপরিচালক সুবর্ণা সরকার, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জেলা পরিষদ, সিলেটের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস,সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খুশনুর রুবাইয়াত, সিনিয়র সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বিসিক এর ডিজিএম সোহেল হাওলাদার, ব্র্যাক এর ডিভিশনাল ম্যানেজার রিপন চন্দ্র মন্ডল, মদন মোহন কলেজের শিক্ষক জিন্নুরাইন চৌধুরী, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কুদ্দুস বুলবুল, এনডিসি কিশোর কুমার পাল, জেলা প্রবেশন অফিসার তমির উদ্দিন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮