 
     শওকত আলম, কক্সবাজার:
শওকত আলম, কক্সবাজার:
জেলা প্রশাসনের সহযোগিতায় ও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বুধবার (তারিখ উল্লেখযোগ্য) কক্সবাজার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী প্রচারণার অংশ হিসেবে স্কুল পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব।
সমাপনী বিতর্কের বিষয় ছিল— “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।”
বিষয়ের পক্ষে অংশ নেয় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে যুক্তি উপস্থাপন করে কক্সবাজার মডেল হাই স্কুল।
রোমাঞ্চকর ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ০.৫ মার্কের ব্যবধানে জয়লাভ করে বিপক্ষ দল কক্সবাজার মডেল হাই স্কুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। তিনি শিক্ষার্থী ও খুদে বক্তাদের অনুপ্রেরণা দিয়ে বলেন,
“জীবনের প্রতিটি ক্ষেত্রে দুর্নীতিমুক্ত থাকা জরুরি। এটি কেবল রাষ্ট্রীয় নয়, ব্যক্তিজীবনেরও দায়িত্ব। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও এই সততা বজায় রাখতে হবে।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, নতুন প্রজন্মের হাত ধরেই এমন এক বাংলাদেশ গড়ে উঠবে, যা হবে বিশ্বের সুশাসনের রোল মডেল।
অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দুর্নীতিবিরোধী এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিক মূল্যবোধ ও সততার চর্চা আরও জোরদার হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮