প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ২:৫০ পি.এম
দুর্গাপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত।।
পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা- প্রতিনিধি।।
মর্যাদাপূর্ণ বার্ধক্য -বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে কারিতাস এসডিডিবি প্রকল্পের সহযোগিতায় দুর্গাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় নানা কর্মসূচি আয়োজন করে।
দিবসের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দুর্গাপুর ও কুল্লাগড়া ইউনিয়নের প্রবীণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পরে সোমেশ্বরী হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এতে দুর্গাপুর ডিসি কমিটির সভাপতি মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে অতিথিরা বলেন- প্রবীণরা সমাজের পথ প্রদর্শক। তারা তাদের কল্যাণময় কাজের মাধ্যমে নতুন প্রজন্মকে প্রেরণা যোগায়। সমাজে তাদের অবদানের যথার্থ মূল্যায়ন একান্ত প্রয়োজন। তাদের যথার্থ পরিচর্যা আমাদের সকলে দায়িত্ব। প্রবীণদের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে।
এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা,
মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী,সমাজসেবা অফিসার মাসুল তালুকদার- প্রাণীসম্পদ কর্মকর্তা শিলা রাণী দাস,সুসং সরকারী মহাবিদ্যালয়ের প্রভাষক ড. আব্দুর রাশিদ,প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার- সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান,একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন- রুশার নির্বাহী পরিচালক এম এন আলম সহ অনেকে।
অনুষ্ঠান শেষে প্রবীণদের গাছের চারা উপহার দেয়া হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২