প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৪, ৫:০৪ এ.এম
দুর্গাপুরে সুসঙ্গ পাঠকেন্দ্রের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত।।
পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা-প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে সুসঙ্গ পাঠকেন্দ্রের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিশু কিশোরদের বই পাঠে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সীমান্তবর্তী রাণীখং এলাকায় সোমবার এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন-শাহীন মিয়া-শরিফ আহমেদ-অন্তর হাজং-শ্যামাশ্রী হাজং- মিমি চৌধুরী- বৃষ্টি আক্তার সহ অনেকে।
অনুষ্ঠানে সুসঙ্গ পাঠকেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মুর্শিদা আকন্দ বলেন-শিশুকিশোর ও তরুণদের বই পাঠে উদ্বুদ্ধ করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রত্যন্ত অঞ্চল হওয়ায় কাজটি কঠিন। তবে আমাদের চেষ্টার কমতি নেই। ধীরে ধীরে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পাঠের আগ্রহ বাড়ছে। তাদের নিয়ে আমরা বেশ আশাবাদী।
এই আয়োজনের আলোচনা পর্বে অতিথিরা বলেন-সুসঙ্গ পাঠকেন্দ্র সমাজে আলোর বাতিঘর হিসেবে কাজ করছে।তারা মানুষকে বই পাঠে উৎসাহিত করছে। তাদের এই মহৎ কর্ম অব্যাহত থাকুক। আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে যাক এই পাঠাগারের কার্যক্রম। এজন্য সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে,তাদের পাশে দাঁড়াতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২