প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ২:০৩ পি.এম
দুর্গাপুরে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির আলোচনা সভা।।

পলাশ সাহা
দুর্গাপুর-নেত্রকোণা-প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে শহীদ উমর ফারুক ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে আলোচনা সভা- সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে আইডি কার্ড বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকেলে পৌর শহরের প্রতিভা কোচিং সেন্টার হলরুমে এ আয়োজন করা হয়।
এই আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ উমর ফারুক এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের আলোচনা পর্বে সংগঠনের নানা কার্যক্রম এবং সংগঠনকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ভূমিকা ও তাৎপর্য তুলে ধরেন আলোচকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুফতি আজিজুল হক বিষমপুরী- প্রতিভা কোচিং হোম এর পরিচালক মাসুম বিল্লাহ অভি,সংগঠনের
সভাপতি কামরুজ্জামান রাজু- সাধারণ সম্পাদক মাওলানা আশিকে এলাহী- সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ অনিক,তথ্য ও প্রচার সম্পাদক তরিকুল ইসলাম পরশ সহ অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২