প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ২:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৩, ৯:৩০ এ.এম
দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু।।

সদরপুর থেকে শিমুল তালুকদার।।
সংযুক্ত আরব আমিরাত (দুবাই) পারভেজ ফকির (২৩) নামে ফরিদপুরের সদরপুর উপজেলার এক প্রবাসী যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
নিহত পারভেজ আকোটেরচর ইউনিয়নের নতুন ছলেনামা গ্রামের মো. ছত্তার ফকিরের ছেলে। এ ঘটনায় পুরো পরিবার ও তাদের আত্মীয়-স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এক বছর আগে দরিদ্র পরিবারে হাসি ফোটানোর জন্য শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে প্রবাসী হিসেবে দুবাই পারি দেয় পারভেজ।
ভাগ্যের চাকা ঘোরাতে পারভেজ প্রায় এক বছর নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন দুবাই শহরে। গত মাসেও উপার্জনের টাকা পাঠিয়েছিলেন পরিবারের কাছে। কাজ শেষে বাসায় ফিরে শনিবার (৭ অক্টোবর) সকালে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর দুবাই থেকে গতকাল রবিবার সকালে বাড়ির সদস্যরা জানতে পারলে বাকরুদ্ধ হয়ে পড়ে পারভেজের পরিবার।
প্রতিবেশী মো. কালাম হোসেন জানান, পারভেজের এমন মৃত্যুতে ওর পুরো পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে শুধু ওর মা-বাবা রয়েছে। নিকটতম আত্মীয়-স্বজনরা পারভেজের মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করছেন।
এ ব্যাপারে পারভেজের বাবা মো. ছত্তার ফকিরের সঙ্গে কথা বলতে চাইলে দেখা যায় তার কেবলই দুই চোখ বেয়ে পানি ঝরছে। ছেলেকে হারিয়ে এখন তিনি অসহায় হয়ে পড়েছেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২