সুমিত সাহা, নরসিংদী।।
বৌয়াকুরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এগিয়ে এলেন নরসিংদী পৌরসভর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু।
ভাগ্য বদলে গেলো বৌয়াকুরবাসীর। প্রায় ২ যুগ পর স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তাদের।
নরসিংদীর ৩ নং ওয়ার্ডের বৌয়াকুর এলাকার দূর্ভোগ এখন চরমে,জরাজীর্ণ রাস্তাঘাট,খানিক বৃষ্টিতেই হাটুপানি।নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যাবস্থা,এ যেন বৌয়াকুরের চিরচেনা রূপ।এ এলাকার মানুষের দূর্ভোগ যখন নাভিশ্বাসে পরিণত হয়েছে ঠিক তখনই যেন উন্নয়নের নতুন বার্তা পেলো বৌয়াকুরবাসী।দেরী করে হলেও এবার চা খেতে খেতে রাস্তা পারি দিতে পারবে এ এলাকার মানুষ।থাকবেনা জলাবদ্ধতা।
গত ৪ ই জুলাই বৃহষ্পতিবার সকাল ১১টায় নরসিংদীর বৌয়াকুর এলাকায় নরসিংদী সদর আসনের সাবেক এমপি শামসুদ্দিন আহমেদ এছাকের বাড়ির সামনে রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু।উদ্বোধন শেষে তিনি দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
এদিকে দীর্ঘদিন পর বৌয়াকুরের মানুষের ভাগ্য পরিবর্তন করার উদ্যোগ নেয়ায় মেয়র মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এলাকাবাসী।এসময় উচ্ছাস প্রকাশ করে তারা বলেন প্রায় দুই যুগ পর বৌয়াকুর এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন হলে সম্প্রাারিত হবে এ এলাকার ব্যবাসা বানিজ্য ও জীবনমান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮