প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৮, ২০২৪, ১০:৫১ এ.এম
দীর্ঘ ১০ বছর পর দেশে ফিরলেন সালাহউদ্দিন আহমেদ- পথে-ঘাটে উৎসুক জনতার ঢল।।

ঈদগাঁও -কক্সবাজার- প্রতিনিধি।।
দীর্ঘ দশ বছর পর নিজ জেলা কক্সবাজারে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বুধবার -২৮ আগস্ট- বেলা সাড়ে ১১টার পরপর বেসরকারি এক বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতারণ করেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে ফুল হাতে নিয়ে অসংখ্য মানুষের ঢল নামে।
বিএনপির শীর্ষ এই নেতাকে স্বাগত জানিয়ে ব্যানার-ফেস্টুনে কক্সবাজারের সড়ক-উপসড়ক ছেঁয়ে গেছে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এদিকে সালাহউদ্দিন আহমেদকে এক নজর দেখতে হাজার হাজার মানুষ বিমানবন্দর থেকে পুরো শহর জুড়ে রাস্তার দুই পাশে ভিড় করেছে।
তাঁর আগমনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে শত শত তোরণ নির্মাণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
সকাল থেকে ঈদগাঁও উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা থেকে মিছিল সহকারে বিএনপির শীর্ষ এ নেতাকে স্বাগত জানাতে ঈদগাঁও বাসষ্টেশনে জড়ো হন নেতাকর্মীরা। তাকে ঘিরে দলীয় নেতা কর্মীদের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২