প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৪:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৪, ১২:৩০ পি.এম
দিনমজুরের ছেলে
দিনমজুরের ছেলে
লেখক: আকাশ আহমেদ
উচ্চ শিক্ষার জন্য আমি ছেড়েছি ঘর বাড়ি।
অক্ষেপ ছিল বড় মানুষ হব দিয়েছিলাম আড়ি।
দিন মজুরের ছেলে আমি, যাবো অনেক দূর।
তোদের কোঠার জন্য, সপ্ন ভেঙে হয়েছে গুড়গুড়
কৃষকের ছেলে বলে আমার নাই কি অধিকার..?
কৃষক চাষির ছেলে তাই আমি বৈষম্যের শিকার।
অধিকার চাইতে গিয়েছি বলে আমার জীবন নিলে কারি।
তবুও রাজপথ ছারবো না আমি, দিয়েছি এখানে আড়ি।
অধিকার আমি চাইতে পারি এই তো আমার স্বাধীনতা।
সত্যি বললে ওরা মানুষ মারে, এটা কেমন স্বাধীনতা.?
জীবন্ত মানুষ মারতে তোদের মায়া লাগে না একটু খানি।
জীবনের মূল্য কী করে বুজবি, তুই তো মানুষ মারা খুনি।
দিনমজুর:-
ছেলে মানুষ করার জন্য শরীরের চামড়া,পুড়ে হয়েছে কালো।
তবুও শান্তি লাগতে আমার,যদি ছেলে থাকে ভালো।
ছেলের জন্য শরীরের রক্ত করে দিয়েছি পানি।
ছেলে আমার বড় অফিসার হবে এই তো আমরা আমি জানি।
ছেলেকে আমি করবো মানুষ, তাই মাথার গাম পায়ে ফেলি।
তুই খোকা তোর বাবাকে ছেড়ে কোথায় চলে গেলি...?
শিক্ষা,জ্ঞান নিতে পারিনি তাই জীবন হয়েছে কালো।
তোরে খোকা মানুষ করবো তুই তো জাতির আলো।
উচ্চ শিক্ষা নেওয়ার জন্য ছেলে গিয়েছিল ঢাবি।
বাবা নামে কেউ ডাকে খোকা তুই আবার কবে আবি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২