তিতাস( কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বঙ্গবন্ধু স্মৃতি
গোল্ডকাপ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার দাউদকান্দি উপজেলার চক্রতলা বালুর মাঠে বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।খেলায় দাউদকান্দি উপজেলার নতুন হাসনাবাদ সবুজ ছায়া ও বন্ধু মহল কোয়ার্টার পর্যায়ে অংশ গ্রহণ করে। খেলায় অংশ নেওয়া সবুজ ছায়া-৬০ ও বন্ধু মহল-৫০ পয়েন্ট অর্জন করে।বন্ধু মহলকে হারিয়ে সেমিফাইনালে উঠে সবুজ ছায়া।বিশিষ্ট সমাজসেবী লিটন আব্বাসীর সভাপতিত্বে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো.রফিকুল ইসলাম।বিশেষ অতিথি ছিলেন হালিম মিয়া,আবুল হোসেন ও জুলহাস মিয়া।এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন ইশতিয়াক মেম্বার,শহিদুজ্জামান মাসুক ভূইয়া, আবদুস সালাম খন্দকার প্রমুখ।খেলায় সহযোগিতায় ছিলেন মুকুল খান,শামীম প্রধান,
জাহাঙ্গীর আলম সওদাগর,আক্তার হোসেন, হারুন প্রধান,নাজমুল হক মিঠু,আমিনুল ইসলাম তালুকদার,জাকির প্রধান,শহীদ তালুকদার, মফিজ ভূইয়া,মবিন ব্যাপারী,রুহুল আমিন মুন্সি,
গাজী মিয়া,আবুল হোসেন মোল্লা,জাহিদুল ইসলাম ও যোবায়ের হোসেন জনি।খেলায় রেফারি ছিলেন প্রাক্তন জাতীয় কাবাডি খেলোয়াড় নাজির আহমেদ ও সহকারী রেফারি ছিলেন মকবুল হোসেন এবং ধারাভাষ্যকার ছিলেন মো.কবির হোসেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮