
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
১২ দলীয় জোটের মুখপাত্র,বিএলডিপির চেয়ারম্যান লক্ষ্মীপুর -১:রামগঞ্জ আসনে বিএনপি’হতে ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী মোঃ শাহাদাত হোসেন সেলিম বলেন,জামাতে ইসলামী স্বাধীনতার বিপক্ষের শক্তি তারা ইসলামের নামে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চাচ্ছে। জামাতে ইসলামীর কেউ যদি বলে দাঁড়িপাল্লায় ভোট না দিলে বেহেশত যাওয়া যাবে না, এ কথা বলার সাথে সাথে জিব্বা টেনে ছিড়ে ফেলবেন। তিনি শনিবার সন্ধ্যায় রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোঃ কামরুজ্জামানের বাসভবনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম সম্পর্কে উন্মুক্ত আলোচনা সভায় বিভিন্ন কলেজ ও মাদ্রাসা ছাত্রদলের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন আজকে যারা ধর্মের দোহাই দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের বিভ্রান্তি করছে তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা জারি করেন, প্রয়োজনে কারফিউ জারি করেন।
মতামত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, সাংগঠনিক সম্পাদক আবুল বাসার সতু উপজেলা বিএনপি নেতা তোফায়েল আহমেদ উপজেলা যুবদলের আহ্বায়ক কবির হোসেন কানন উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।