বিজয় চৌধুরী, ঢাকা,
ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে জোরদার করা হয়েছে সার্বিক ব্যবস্থাপনা। মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি, পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সকাল থেকেই মেলার প্রবেশপথগুলোতে স্থাপন করা হয়েছে একাধিক নিরাপত্তা চেকপোস্ট। দর্শনার্থীদের শরীর তল্লাশি ও ব্যাগ স্ক্যানিংয়ের মাধ্যমে মেলায় প্রবেশ নিশ্চিত করা হচ্ছে। পুলিশ, র্যাব, আনসার ও বেসরকারি নিরাপত্তাকর্মীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
মেলার আয়োজক সূত্রে জানা গেছে, দর্শনার্থীদের নিরাপত্তার পাশাপাশি হারিয়ে যাওয়া শিশু ও স্বজনদের সহায়তায় আলাদা হেল্প ডেস্ক চালু রাখা হয়েছে। জরুরি চিকিৎসা সেবার জন্য মেডিকেল বুথ ও অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা যায়।
এদিকে, মেলা ঘিরে যানজট এড়াতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট রুট নির্ধারণ করা হয়েছে। গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের জন্য আলাদা পার্কিং সুবিধা রাখা হয়েছে, যাতে আশপাশের সড়কে চাপ কম থাকে। ট্রাফিক পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মেলা প্রাঙ্গণে পলিথিন ব্যবহার নিরুৎসাহিত করা হচ্ছে এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে মেলা এলাকা পরিষ্কার রাখছেন।
দর্শনার্থীরা বলছেন, নিরাপত্তা ও ব্যবস্থাপনা আগের চেয়ে উন্নত হওয়ায় পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলায় আসতে পারছেন। আয়োজকদের আশা, এই সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে মেলা শেষ দিন পর্যন্ত নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ বজায় থাকবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮