দৈনিক আজকের বাংলা ডেস্ক,
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের ব্লকবাস্টার ছবি ‘লাকি ভাস্কর’ এবার দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরছে। পরিচালক ভেঙ্কি আটলুরি সম্প্রতি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, ‘লাকি ভাস্কর ২’ তৈরির কাজ শিগগিরই শুরু হচ্ছে।
অবশ্য এখনই শুটিং শুরুর কোনো তারিখ জানাতে নারাজ পরিচালক। বর্তমানে হায়দরাবাদে নিজের নতুন সিনেমার কাজে ব্যস্ত আটলুরি। সেখানেই তিনি বলেন—
“হ্যাঁ, আমরা ‘লাকি ভাস্কর’-এর দ্বিতীয় অধ্যায়ের দিকে এগোচ্ছি। প্রথম পর্বে দর্শক যেভাবে ভালোবাসা দিয়েছে, তাতে মনে হয়েছে গল্পটিকে আরও এগিয়ে নেওয়া উচিত। তবে শুটিং কবে শুরু হবে, তা এখনই বলতে পারছি না।”
দুলকার সালমান, মীনাক্ষী চৌধুরী, রামকি ও সাই কুমার অভিনীত ‘লাকি ভাস্কর’ সিনেমাটি মুক্তির পরই দারুণ সাড়া ফেলে। প্রেক্ষাগৃহে সাফল্যের পর নেটফ্লিক্সেও ছবিটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
দ্বিতীয় পর্বের গল্প হবে প্রথম কিস্তির ধারাবাহিকতায়, তবে থাকছে নতুন চমক ও টুইস্ট। প্রথম ছবির কিছু অমীমাংসিত রহস্য এবার পরিস্কারভাবে তুলে ধরা হবে।
‘লাকি ভাস্কর ২’-এ দুলকার সালমান প্রধান চরিত্রে থাকছেন কিনা তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ইন্ডাস্ট্রির গুঞ্জন বলছে, তিনিই থাকছেন মুখ্য ভূমিকায়।
প্রযোজনা সংস্থা জানিয়েছে, ‘লাকি ভাস্কর ২’ নিয়ে বিস্তারিত ঘোষণা খুব শিগগিরই আসছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮