চঞ্চল,
লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার রাতে হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত দুই আসামী সোহেল রানা চপল ও বেলাল হোসেনকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে শনিবার -৫ জুলাই- ভোরে চপলকে উপজেলার মির্জারকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা পুলিশ।
তবে অপর আসামী বেলাল এখনও পলাতক।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার -২ জুলাই- রাতে পাটগ্রাম শহরের পাশে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সরোওর বাজার নামক এলাকায় পাথর ও বালুবাহী ট্রাকে চাঁদাবাজির সময় সোহেল ও বেলালকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
সেই রাতেই দুর্বৃত্তদের ২০০ থেকে ২৫০ জনের একটি দল পাটগ্রাম থানায় হামলা চালায়। সে সময় তারা থানা ভবনে ভাঙচুর ও লুটপাট চালিয়ে সোহেল ও বেলালকে ছিনিয়ে নিয়ে যায়। হামলায় পাটগ্রাম থানার ওসিসহ আট পুলিশ সদস্য আহত হন। আহতদের মধ্যে দুজন বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার রাতে থানার এসআই শামসুল হক বাদী হয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় পাটগ্রাম উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়, এছাড়া অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এই ঘটনায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত র্যাব ও পুলিশের যৌথ অভিযানে স্থানীয় এক বিএনপি নেতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—বিএনপির ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ও রহমতপুর মেসিরপাড়া এলাকার বাসিন্দা মাহিদুল ইসলাম, সোহাগপুরের আব্দুর রশিদ, বাউড়া গ্রামের হাবিবুর রহমান ও একই গ্রামের আবুল কালাম।
জানা যায়, এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে বিএনপি ও যুবদল থেকে দুইজন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশা জাহাঙ্গীর মোস্তাজির চপল এবং পাটগ্রাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেন পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি শপিকার রহমান।
লালমনিরহাট পুলিশ সুপার -এসপি- মো. তরিকুল ইসলাম বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ, ভিডিও এবং অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে আমরা অভিযুক্তদের শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারে আমাদের ধারাবাহিক অভিযান চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮