কবি,লেখক - দুলাল কান্তি সরকার।।
তুমি কি কোনো পথ হারিয়েছ?কোনো গভীর অরন্যে কিংবা কোনো অদৃশ্য মেঘমালার আড়ালে হারিয়ে ফেলেছ তোমার ঘরে ফেরার তাগাদা? যেখানে জমে আছে স্তূপ স্তূপ মৃত নক্ষত্রের হাড়---যেখানে নীল নীল স্তব্ধতার রহস্যময়তার ঘেরে
অন্ধকার রচনা করে তুমি ডুবে গেলে শূন্যে , মহাশূন্যে
যেখানে কেউ নেই তোমার চেনা পরিজন,
তোমার প্রিয় শশিকরের কেউ , প্রিয় মুখের আদলে গড়া আর কারো প্রিয় ঠিকানা? আর কোনো হাতের ডগায় ফোটা পাঁচটি আঙুল নিয়ে থোকা থোকা
গোলাপের ভুল?তাহলে কোথায় গেলে?
গোধূলির কোনো মগ্ন মায়ায় নৈমেষ অরন্যে
হাঁটতে হাঁটতে আর কতদূর, কার বাঁশি ডেকেছে তোমাকে? আঙুলের গুপ্ত ইসারায় কোন ঘাতক শিকারী অথবা ছলনাময়ী তোমাকে ডাকলে দূরে
যে তুমি হারিয়ে গেলে ----কতদিন হয়ে গেল
চায়ের টেবিলে তুমি নাই , খাঁ খাঁ শূন্যতায় চেয়ারের
দীর্ঘশ্বাস শূনে আমার কেবলই মনে হয় তুমি কোনো
ভুল করে, ভুল অভিমানে কোথাও লুকিয়ে আছ
হয়তো আসবে কাল,----বলবে বিনয়ে
"আমার চা'টা কোথায় স্যার"? আহা, বলবে না
ঝাঁকিয়ে কাঁধ " মানুম না আর----
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮