প্রিন্ট এর তারিখঃ জুলাই ১০, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৩, ১:৪৪ পি.এম
তিতাস উপজেলা শ্রমিক লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলা শ্রমিক লীগের আয়োজনে বিএনপি- জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় শ্রমিক লীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার গৌরীপুর- হোমনা সড়কের বাতাকান্দি বাজারস্থ বাসস্ট্যান্ডে
রবিবার সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত বিএনপি-জামাতের অগ্নিন্ত্রাস ও নৈরাজ্যে এবং গনবিরোধী অবৈধ হরতাল বিরোধী কর্মসূচি পালন করে উপজেলা শ্রমিক লীগ।
তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি মো.গাজী সোহেল রানার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুন্সির পরিচালনায় বাতাকান্দি বাজারস্থ উপজেলা শ্রমিকলীগের প্রধান কার্যালয়ে দুপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আ.লীগ নেতা মো.কাজল মিয়া মেম্বার, উপজেলা মৎস্য জীবীলীগের আহবায়ক সায়েম সরকার,উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি এনামুল হক টিপু,যুগ্ম-সাধারণ সম্পাদক মো.বিল্লাল ভূইয়া,প্রচার সম্পাদক মো.শফিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো.আরিফ খান, সদস্য মো.নাঈম হোসেন, কড়িকান্দি সদর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো.মতিউর রহমান,বলরামপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাশেদ জামান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোস্তফা কামাল, মজিদপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন সাগর।
জিয়ারকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সকাল দশটা থেকে বিকেল পর্যন্ত গৌরীপুর-হোমনা সড়কের বাতাকান্দি বাসস্ট্যান্ডে অবস্থা করে যানবাহন চলাচলে সহযোগীতা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২