প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৩, ২০২৪, ১০:২৩ এ.এম
তিতাসে ৪৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে ৪৩ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিতাস থানা সূত্রে জানা যায়,থানার এসআই তানভীর আহমেদ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি থাকাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ৮.৫৫ মিনিটে উপজেলার
বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর এলাকার মাছিমপুর গামী পাকা রাস্তার উপর থেকে কালাইগোবিন্দপুর গ্রামের মোঃ মালেকের ছেলে মোঃ আল আমিন-২৬-ও মোঃ রবির ছেলে মোঃ খোকা-২৮-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।এই ঘটনায় গ্রেপ্তারকৃত মাদক কারবারি আল আমিন ও খোকার বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।এই মামলায় গতকাল বুধবার গ্রেপ্তারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২