প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৪, ৯:৫৫ এ.এম
তিতাসে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত।।
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার -২৪ সেপ্টেম্বর- দুপুর ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা শিক্ষা পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে মানববন্ধন শেষে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকেরা তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সুমাইয়া মমিন বরাবর স্মারক লিপি পেশ করেন।এসময় উপজেলা বে সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উপস্থিত ছিলেন বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোখলেছুর রহমান- মাছিমপুর আর.আর.উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান চৌধুরী- জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গিয়াসউদ্দিন বাবু- লালপুর নজরুল ইসলাম ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশির আহমেদ- মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্র ধর- কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী গোফরান- নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবুল কাসেম- মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন- গাজীপুর আজিজিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবদুর রউফ- মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২