প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৪:৩১ পি.এম
তিতাসে ভূট্রা খেত নষ্ট করার প্রতিবাদ করায় কিষাণীকে পিটিয়ে রক্তাক্ত জখম।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের ডুবাই প্রবাসী মো.হারুনুর রশিদের স্ত্রী সুমি আক্তার-৪২- আবাদি ভূট্রা চারা নষ্ট করার প্রতিবাদ করায় একই বাড়ির হায়দার মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে পিটিয়ে মাথা ফাটিয়ে গরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে গত
বুধবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টায় ভাটিপড়া জয়নাল মিয়ার বাড়ির সামনে। এসময় আহত সুমির ডাক চিৎকার শুনে স্থানীয় কাজী শাকিল ও হিন্দু বাড়ীর লোকজন উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাটালে কর্মরত চিকিৎসক মাথায় ২৫ টি সেলাই দিয়ে ভর্তি দিয়েছেন সুমি আক্তারকে।আহত সুমি আক্তার বলেন-বিকাল আনুমানিক সাড়ে পাঁচ টার সময় পাশের বাড়ির হায়দার মিয়ার বাড়ির পাশে আমার ৩০ শতক জমিতে আবাদি ভূট্রা চারা ভেঙ্গে ফেলে হায়দার মিয়া-এসময় আমি দেখে বলি ভাই আপনি ভূট্রার চারা ভাঙ্গতেছেন কেনো? বললে আমাকে গালমন্দ করে হায়দার।তখন আমি স্থানীয় শাহজালাল মেম্বারকে জানাইলে সাকিলকে সাথে নিয়ে আমার জমিতে গিয়ে দেখে বলে বিচার করে দিবে। আমি চলে আাসি,তারই কিছু ক্ষন পর হায়দার আলী -৬২- ছেলে ফরহাদ- স্ত্রী- লায়লা-ছেলের বউ তাসলিমা সংঘবদ্ধ হয়ে রাস্তায় একা পেয়ে সারা শরীরে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এবং মেয়েকেও মারধর করেছে। তখন আমার ডাকচিৎকার শুনে শাহজালাল মেম্বার ও সাকিলসহ লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে পাটিয়েছে। আমি এঘটনার সঠিক বিচার চাই। থানায় পুলিশকে জানিয়েছেন কিনা জানতে চাইলে আহত সুমি বলেন আমি রাতের মধ্যেই লিখিত অভিযোগ দিমু।
স্থানীয় ইউপি সদস্য মো.শাহজালাল মিয়া ও কাজী শাকিল বলেন,হারুন মিয়ার স্ত্রী সুমি আক্তার বিকাল আনুমানিক পাঁচটায় আমাদেরকে জানায় তার জমির ভূট্রা চারা নষ্ট করে ফেলছে হায়দার মিয়া,তখন আমরা ঘটনাস্থলে জমিতে গিয়ে কিছু চারা ভাঙ্গা দেখতে পাই এবং বলে আসি বিচার করে দেবো,তারই কিছু ক্ষন পর জয়নালের বাড়ি সামনে ডাক চিৎকার শুনতে পেয়ে আমরা অনেক লোকজন দৌড়ে গিয়ে দেখি হায়দার মিয়া-তার স্ত্রী- ছেলে- ছেলের বউ সংঘবদ্ধ হয়ে সুমি আক্তারকে পিটিয়ে মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে বীর দর্পে চলে যাচ্ছে। তখন আমরা সিএনজি ডেকে এনে আহত সুমিকে হাসপাতালে পাটিয়েছি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২