প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ১১:৪০ এ.এম
তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমীর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।।
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বন্দরামপুর আদর্শ একাডেমীর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা- পুরস্কার বিতরণী- সাংস্কৃতিক অনুষ্ঠান ও এসএসসি ২০২৪ ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে দিনব্যাপী আদর্শ একাডেমী মাঠে প্রতিষ্ঠানের সভাপতি মো.শাহ আলমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ওবায়দুল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মুরাদনগর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.কামাল হোসেন- অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মুক্তার হোসেন- কুমিল্লা পশ্চিম জেলা কিন্ডারগার্টেনের সাধারণ সম্পাদক শাহ আলম সরকার- জেলা জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো.আলাউদ্দিন- বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক মোস্তফা কামাল- আলী আহাম্মদ সহকারী শিক্ষক-বিরামকান্দি স.প্রা.বি. আলী আহাম্মদ -সাবেক সহকারী প্রধান শিক্ষক রাজামেহার উচ্চ বিদ্যালয় দেবিদ্বার- প্রতিষ্ঠান সাবেক প্রধান শিক্ষক মো. রমজান হোসেন- প্রধান শিক্ষক আজহারুল ইসলাম-সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন- সহ-সভাপতি শাহাজুদ্দিন শাকিল- যুগ্ম- সাধারণ সম্পাদক মাঈনুদ্দিন হাজী- অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল্লা আল মামুন-সহ অর্থ সম্পাদক এম এ কাইয়ুম- উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক খাইরুদ্দিন- প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন-সদস্য শফিকুল ইসলাম- লিটন ভূইয়া-আক্তার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে মনোমুগ্ধকর মনোজ্ঞাসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২