প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৪, ৯:৩৯ এ.এম
তিতাসে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে কন্যা শিশুর মৃত্যু।।
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে নানার বাড়িতে বেড়াতে গিয়ে নদীতে ডুবে মাহিরা নামের আড়াই বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল ৯ টায় উপজেলা বাঘাইরামপুর গ্রামে নিহতের নানা জালাল উদ্দীনের বাড়িতে।নিহত মাহিরা উপজেলা বন্দরামপুর গ্রামের মুছা সরকারের মেয়ে।নিহতের নানা জালাল উদ্দীন জানান- প্রতিদিনের ন্যায় মাহিরা বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বের হয়। তার কিছুক্ষণ পর অন্যসব শিশুরা ফিরে এলেও তাদের সাথে মাহিরাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করি। অনেক খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে বাড়ির পাশে নদীর তীরে কাদাঁপানিতে মাহিরাকে ভাসতে দেখি। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২