প্রিন্ট এর তারিখঃ জুলাই ৮, ২০২৫, ২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৩, ১১:১৭ এ.এম
তিতাসে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।।

তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম মোর্শেদের সভাপতিত্বে এতে সন্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফ আবদুল্লাহ মোস্তাফিন।
এরপর সকাল ১১ টার দিকে ২০২৩-২৪ অর্থ বছরের রবি/২০২৩-২৪ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রনোদনা কর্মসূচী আওতায় ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন কাজী মাহমুদ হাসান, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম,পাভেল মাহমুদ সুমন মেম্বারসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।এরআগে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৩ উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা শেষে খাঁচায় বন্দী একটি ইঁদুরকে বালতীর পানিতে চুবিয়ে নিধন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২