প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২৪, ৯:৩৭ এ.এম
তিতাসে ইবতেদায়ী মাদ্রাসার ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।।
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের সদর কলাকান্দি উত্তর স্বতন্ত্র ইবতেদায়ী নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিং এর ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকেলে মাদ্রাসা ভবনে আয়োজিত সভায় অতিথির বক্তব্য রাখেন- কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক সাইফুল আলম মুরাদ।ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি মিজানুর রহমান ভুলু শিকদারের সভাপতিত্বে এবং মাদ্রাসার প্রধান শিক্ষক মাও.নাছির উদ্দিন ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক কাজী মো. আবুল কাশেমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আ: হামিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন হামিদী- সাবেক মেম্বার শফিকুল ইসলাম-
ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ গার্লস কলেজের পরিচালক লায়ন সাইদুর রহমান -সাঈদ- কলাকান্দি উত্তরপাড়া জামে মসজিদের সভাপতি হাজী মো. নুর নবী বেপারী- লায়ন ফরিদ উদ্দিন প্রমুখ। মাদ্রাসার ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত ৫৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দদেরকে পরিচিতি সভার মাধ্যমে একে একে সবাই পরিচয় করিয়ে দেন মাদ্রাসার শিক্ষক মাও: মারুফ বিল্লাহ।পরে নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয় অতিথিরা।
অনুষ্ঠিত পরিচিতি সভা শুরুর পূর্বে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন অত্র মাদ্রাসার শিক্ষক মাও.মারুফ বিল্লাহ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২