প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৪, ৯:৫৬ এ.এম
তিতাসের যুবলীগ নেতা জামাল হত্যা মামলা থেকে ৫ জনকে অব্যাহতি।।

তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার দীর্ঘ দিন তদন্ত শেষে চুড়ান্ত প্রতিবেদন -চার্জশীট- জমা দেন তদন্ত কর্মকর্তা। ওই প্রতিবেদনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.আতিকুর রহমান সাকিলসহ ৫জনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞ আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা।
ওই মামলা থেকে অব্যাহতি ৫ জন হলেন তিতাস উপজেলার পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম সোহেল শিকদার,বাদল রিয়াজ,দেবিদ্বার উপজেলার মোঃ মাসুদ- ও মাজহারুল ইসলাম সৈকত।উল্লেখ্য- গত ৩০ এপ্রিল এশার নামাজের পর গৌরীপুর পশ্চিম বাজারে উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেনকে বোরখা পড়া তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে বোরখা পড়া সন্ত্রাসীরা।এরপরই এদের মধ্যে বোরখা পড়া ১জন সহ বেশ ক'জনকে গ্রেপ্তার হয়। নানাহ নাটকীয়তায় মোড় নেয় ওই মামলায়। তবে চৌকশ তদন্ত কর্মকর্তার দায়িত্বশীলতায় একটি স্বচ্ছ ও সত্যের পক্ষে একটি প্রতিবেদন -চার্জশীট- আদালতে জমা হয়েছে বলে মন্তব্য সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণের। এ মামলায় একাধিক আসামি বিদেশে এখনো পলাতক রয়েছে বলেও পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২