প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৪, ১:১৭ পি.এম
তিতাসের আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যায় সম্পৃক্ততা না পাওয়ায় চার্জশীট থেকে সোহেল শিকদারকে অব্যাহতি।।
তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
পক্ষে-বিপক্ষে- প্রকাশ্যে ও গোপনে দীর্ঘ তদন্ত শেষে তিতাস উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.শাহিনুল ইসলাম সোহেল শিকদারসহ কয়েকজনকে মামলা থেকে অব্যাহতি দিয়ে বিজ্ঞ আদালতে চুড়ান্ত প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য- তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. জামাল হোসেনকে বোরখা পড়া তিন দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।এদের মধ্যে বোরখা পড়া দু'জন কিলারসহ বেশ ক'জন গ্রেফতার হয়।নানাহ নাটকীয়তায় মোড় নেয় মামলার- তবে চৌকশ তদন্ত কর্মকর্তার দায়িত্বশীলতায় একটি স্বচ্ছ চার্জশীট আদালতে জমা হয়েছে বলে মন্তব্য সাধারণ মানুষের।
মামলায় একাধিক আসামী বিদেশে এখনো পলাতক রয়েছে বলেও পৃর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২