মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে আজ নিজ দেশে পা রাখছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক আগমনকে কেন্দ্র করে রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এখন উৎসবের আমেজ। বিশেষ করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৩০০ ফিট সড়ক এখন পরিণত হয়েছে জনসমুদ্রে।
স্থানীয় নেতা মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নেতৃত্বে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমবেত হয়েছেন প্রিয় নেতাকে এক নজর দেখতে।
সকাল থেকেই মিছিলের শহর নারায়ণগঞ্জের রূপগঞ্জ। কুড়িল বিশ্বরোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের দুই প্রান্ত এখন কানায় কানায় পূর্ণ।
নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর আহ্বানে আজ এক অনন্য নজির সৃষ্টি করেছে রূপগঞ্জবাসী। দাবি করা হচ্ছে, কেবল এই নির্বাচনী এলাকা থেকেই প্রায় লক্ষাদিকের বেশী নেতাকর্মী ও সাধারণ মানুষ সুশৃঙ্খলভাবে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। হাতে জাতীয় ও দলীয় পতাকা, আর মুখে ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’— এমন স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা।
বিশাল এই জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও। তবে মোস্তাফিজুর রহমান দিপুর নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার কর্মী পুরো ৩০০ ফিট এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন।
মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়ার নেতৃত্বে এই বিশাল লোকসমাগম নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপির এক শক্তিশালী অবস্থান আবারও জানান দিল। এখন কেবল অপেক্ষা— প্রিয় নেতার সেই বহুপ্রতীক্ষিত ভাষণের।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮