এস এম রনি, স্টাফ রিপোর্টার:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার ঢাকার ক্ষিলক্ষেত থানার বৌরা এলাকায় ৩০০ ফিট সড়কের পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা ও উচ্ছাসের মধ্যে অধীর আগ্রহ প্রকাশ করছেন। দেড় যুগ পর তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন গ্রামে ,পাড়া মহল্লায়, ইউনিয়ন ও পৌরসভায় পৃথক পৃথক প্রস্তুতি সভা করেছেন। কেন্দ্রীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সভাস্থল পরিদর্শন করছেন। ব্যানার প্লেকার্ড নিয়ে অনেকেই মিছিল ও আনন্দ উল্লাসের মধ্যে সময় পার করছেন।
সভার চারদিকেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। অনেকেই আজ সভাস্থলে চলে এসেছেন। কেউ রান্না করছেন। কেউবা রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। কেউবা গানে গানে তারেক রহমানকে স্মরণ করছেন। আনন্দ উল্লাসে সবাই যেন মেতে উঠেছেন। আগমনীদের চিকিৎসার্থে স্থাপন করা হয়েছে চিকিৎসা ক্যাম্প।
অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা বলেন, নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর সমর্থনে দেড় লক্ষাধিক নেতাকর্মী প্রত্যাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮