এন বি আকাশ,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা যুবদলের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম ও শামীম ভুঁইয়ার নেতৃত্বে এ আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার পূর্বাচল তিনশ ফিট সড়কের জ্বলসিরি দেড়শ ফিট সড়ক এলাকা থেকে শুরু হয়ে ২নং সেক্টরের লেংটার মাজার চত্বর প্রদক্ষিণ করে স্টেডিয়াম এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর জনগণ আজ আশার আলো দেখছে এবং বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।
বক্তারা আরও জানান, রূপগঞ্জ রাজধানীর পাশ্ববর্তী এলাকা হওয়ায় তারেক রহমানের আগমন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মীর আগমন ঘটবে। এ কারণে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশনায় আগত নেতা-কর্মীদের ভোগান্তি এড়াতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর অংশ হিসেবে খাবার পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, শুকনা খাবার (বিস্কিটসহ) এবং প্রাথমিক সেবাসহ নানা সুবিধার ব্যবস্থা করা হবে বলে জানান আয়োজকরা। তারা বলেন, আগত নেতা-কর্মীরা যেন স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে কর্মসূচিতে অংশ নিতে পারেন, সে লক্ষ্যেই যুবদলের নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপজেলা যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮