প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ৫:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০২৫, ৬:৪৬ পি.এম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম- আবুল বশর বাবু

নুর মোহাম্মদ, কক্সবাজার
খেলাধুলার প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে রামু উপজেলা বিএনপির সদস্য আবুল বশর বাবু বলেছেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহমনকেই সুস্থ রাখে না; বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণও অর্জন করে।
শুক্রবার ২৩ মে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বকুল ফুল সমাজ কল্যান ঐক্য পরিষদের আয়োজনে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাউয়ারখোপ ইউনিয়ন ছাত্রদলে সভাপতি জসিম উদ্দিন রনি সভাপতিত্ব বটতলী মাঠে অনুষ্ঠিত খেলায় উদ্বোধনী বক্তব্য রাখেন রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম।
উক্ত খেলায় আরো বক্তব্য রাখেন রামু উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক হানিফ জিহাদী, কাউয়ারখোপ ইউনিয়ন বিএনপি আহবায়ক এনামুল হক।
খেলায় অতিথিগণ বলেন তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম বর্তমান সময়ে আমাদের তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কমর্কাণ্ডে যুক্ত করতে হবে।
এসময় উক্ত খেলায় জসিম উদ্দিন, আবুবকর ছিদ্দিক সাজ্জাদ, মনজুর আলম, সাইফুল ইসলাম, নুরুল হক নুরু, কমল বড়ুয়া, ও আব্দুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বটতলা খেলোয়াড় একাদশ বনাম পাঞ্জেখানা একাদশের মধ্যে প্রতিদ্বিতাপূর্ণ খেলায় বটতলা খেলোয়াড় একাদশ ৩ গোলে জয় লাভ করে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২