প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১০:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৩:৪৩ এ.এম
তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ইবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল।।

ইবি প্রতিনিধি।।
নির্বাচন কমিশনের (ইসি) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আনন্দ মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টায় সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিলটি বের করা হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে পুনরায় মিয়া মোড়ে এসে শেষ হয়। এ সময় মিছিলে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় শাহা টনি মৃদুল হাসান রাব্বি মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম হোসাইন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ বিভিন্ন অনুষদ ও হল ইউনিটের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে মিছিলের শুরুতে সকল নেতাকর্মীরা জিয়া মোড়ে এসে জড়ো হন এবং নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন ইতোমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। আমরা এটিকে স্বাগত জানাই। নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করার জন্য ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মীকে কাজ করতে হবে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে হবে। শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের উন্নয়নগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২