ভোলা প্রতিনিধি।।
তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি সড়কে তল্লাশি চালিয়ে ৩২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে পুলিশ। আটককৃতদের নামে তজুমদ্দিন থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ৪, তারিখ ১৮/০৭/২০২১ ইং।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই শামীম সরদারের নেতৃত্বে একদল পুলিশ মাহার কান্দি তজুমদ্দিন-কুঞ্জের হাট সড়কে রবিবার সন্ধ্যা ৭টার দিকে অবস্থান নেয়। এসময় তল্লাশি চালিয়ে বোরহান উদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের কোব্বাত আলী হাওলাদার বাড়ীর আলমগীরের ছেলে রুবেল হাওলাদার (২৭) এবং আবু বকর সিদ্দিকের ছেলে রিয়াজ হাওলাদার (২৬) এর কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় আনা হয়। পরে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) মতে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮