রফিকুল এ টি। তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।।
ভোলার তজুমদ্দিন উপজেলা চাঁদপুর ইউনিয়নে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি গোল্ডকাপ নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
তজুমদ্দিন দ্বীপবন্ধু ডিজিটাল ফোরামের আয়োজনে নূরিয়া স্কুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান,
সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ কিরন, উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তুহিন তালুকদার,
শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম আল মামুন, চাঁদপুর ইউনিয়ন উত্তর যুবলীগ নেতা আবুল কালাম আজাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছে দুটি দল শাওন বাজার একাদশ ও মোল্লা পুকুর ক্রিকেট সংগঠন, শাওন বাজার একাদশকে হারিয়ে মোল্লাপুর ক্রিকেট সংগঠন জয়লাভ করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮