প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ৯:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ২:২২ পি.এম
ঢাবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটিকে ছাত্রশিবিরের ফুলের শুভেচ্ছা।।
জাবির আহম্মেদ জিহাদ
স্টাফ রিপোর্টা।।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র -টিএসসি -তে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে উপস্থিত হন ছাত্রশিবিরের একটি প্রতিনিধিদল। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। এ সময় ছাত্রশিবিরের দায়িত্বশীলরা সাংবাদিকদের নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।
প্রতিনিধিদলের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সাহসী ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। সাম্প্রতিক সময়ে সংঘটিত গণঅভ্যুত্থানে সাংবাদিকদের সাহসিকতা ও দায়িত্বশীল ভূমিকা তুলে ধরতে গিয়ে সাদিক বলেন -ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি দেশের গণমাধ্যমে বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ঘটনার যথাযথ প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে একটি অগ্রণী ভূমিকা পালন করছে।" তিনি আরও বলেন- আমরা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সৌজন্য সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়। সাদিক কায়েম বলেন-সাংবাদিকদের কাজের ক্ষেত্রে স্বাধীনতা- নিরপেক্ষতা ও সাহসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা বজায় থাকুক এবং এর জন্য ছাত্রশিবিরের পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে।
উল্লেখ্য- সম্প্রতি সোমবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ডুজা কার্যালয়ে নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেন। নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার -বাসস- বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মোতাহার হোসেন।
নির্বাচনের পর ছাত্রশিবিরের এই শুভেচ্ছা বার্তা ও সৌজন্য সাক্ষাৎ নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দকে উৎসাহিত করেছে। সাংবাদিকরা তাদের দায়িত্ব পালনে যে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন-তা প্রশংসিত হয়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক বার্তা প্রেরণ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা- দায়িত্বশীল সাংবাদিকতা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে বলে আশা ব্যক্ত করেছেন কমিটির নেতৃবৃন্দ।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২