আল আমিন, রুপগঞ্জ (নারায়ণগঞ্জ)
রূপগঞ্জ উপজেলা প্রশাসনের ও হাইওয়ে পুলিশের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়ক অবৈধভাবে দখল করা স্থাপনা ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শুক্রবার ৮ আগস্ট বিকেল হতে মধ্যরাত পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। আগামী কাল থেকে এক মাস পর্যন্ত এখানে ভূলতা হাইওয়ে টিম কাজ করবে। হাইওয়ে পুলিশ সবসময়ই এখন থেকে উচ্ছেদ অভিযানে কাজ করে যাবে বলে জানান, মহাসড়কে দখল করে ফুটপাত ও স্থাপনা করার সুযোগ দেওয়া হবে না।মো জাহানুর আলী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর জানান,
অতিরিক্ত ডিআইজি আখতারুজ্জামান বসুনিয়া হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন ওনার নির্দেশে এবন সহকারী পুলিশ সুপার হাইওয়ে গাজীপুর সার্কেল। উনাদের নির্দেশেই।
এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা ভুলতা গাউছিয়া হাইওয়ে ইন্সপেক্টর মো জাহানুর আলী, আরও উপস্থিত ছিলেন । হাইওয়ে পুলিশ ক্যাম্পের পুলিশ ও সব সময় কাজ করে যাবে এই অভিযানে বলেন। হাই ওয়ে ইন্সপেক্টর
মোঃ জাহানুর আলী বলেন, ‘ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক দখল করে অবৈধভাবে দোকানপাট বসিয়ে যানজটসহ জনদুর্ভোগের সৃষ্টি করা হয়েছে। কয়েক দিন আগে আমাদের পক্ষ থেকে সতর্কতামূলকভাবে ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে মাইকিং করা হয়েছিল। ওই দিন ফুটপাতে অবৈধভাবে দখলে থাকা সব স্থাপনা বোল্ডরেজার দিয়ে উচ্ছেদ করা হবে বলে ঘোষণা দিয়েছিলাম। পূর্বের সময় অনুযায়ী শুক্রবার বিকেল থেকে রাত ১২ টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা এবং গোলাকান্দাল এলাকায় অবৈধভাবে বসানো সহস্রাধিক ফুটপাত ও স্থাপনা ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উচ্ছেদের ফলে এখন থেকে যানজটমুক্ত চলাচল করবে যানবাহন, শিক্ষার্থী সাধারণ ও পথচারীরা। আজ থেকে আগামী এক মাস পর্যন্ত এখানে হাইয়ার পুলিশের টিম কাজ করবে। এখন থেকে আর মহাসড়ক দখল করে ফুটপাত ও স্থাপনা করার সুযোগ দেওয়া হবে না।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮