শেখ সুমন আহম্মেদ
ঢাকা যাত্রাবাড়ীর নিকলী ইতোমধ্যে দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে। দু‘পাশে বিশাল জলরাশি ও নীল আকাশ পানে চেয়ে মুগ্ধ হয়েছেন অনেকেই। কলহ থেকে মুক্তি পেতে তাই ছুটে আসে হাজারে হাজার দর্শনার্থী।
রাজধানী ঢাকা তথা বাংলাদেশের প্রধান প্রাণকেন্দ্র মতিঝিল, যাত্রাবাড়ী, ডেমরা, গুলশান, বাড্ডা, রামপুরা, হাতিরঝিলের পাশেই সাতটি রাস্তার সংযোগস্থল গ্রীন মডেল টাউনের বাইপাস রাস্তাই হচ্ছে যাত্রাবাড়ীর নিকলী।
ঢাকার এই নিকলী ঘুরতে ঘুরতে চোখে পড়ে ছোট ছোট গ্রাম। ওইখানে দেখা মিলে খোলা আকাশের নিচে নৌকা ও পাখির গান।
এই যাত্রাবাড়ীর নিকলীতে খাবারের ব্যবস্থা আছে। পারিবারিক ভাবে সবাইকে নিয়ে স্বপরিবারে ঘুরে আসতে পারেন এই জায়গায়। কোনাপাড়া - মান্ডা রাস্তার দুপাশে বিশাল জলরাশি ও পাশেই রয়েছে গ্রীন মডেল টাউন। এক সাথে দুইটি ঘুরার জায়গা হওয়ায় প্রতিনিয়ত বেড়েই চলেছে দর্শনার্থীদের চাপ। পাওয়া যায় মানসন্মত সকল খাবার, বাচ্চাদের খেলনা ও নাগরদোলনার মতো নানান রাইড। জনসাধারনের নিরাপত্তার জন্য সর্বক্ষণ রয়েছে নিরাপত্তাকর্মী ও পুলিশ।
স্বল্প খরচেই ঘুরে আসা যায় ওইখানে। আপনি চাইলে যাত্রাবাড়ী কোনাপাড়া থেকে হেঁটে যেতে পারেন। অন্যথায় মাত্র দশ টাকয় জনপ্রতি অটোগাড়িতে করে যেতে পারেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮