স্টাফ রিপোটার,ঈদগাঁও।।
ঢাকা বারডেম হাসপাতালে মৃত্যুবরন করলেন কৃষি কর্মকর্তা কক্সবাজারের ঈদগাঁওর সাগর।
তিনি চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কৃষি কর্মকর্তা আরাফাতুর রহমান সাগর সপ্তাহ ধরে ঢাকার বারডেম হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। সেখানে ২৮শে সেপ্টম্বর রাত আনুমানিক দেড়টার দিকে তিনি মারা যান। (ইন্না......রাজেউন)। লিভার এবং কিডনী জনিত রোগে ভোগছিলেন দীর্ঘদিন ধরে।
একইদিন বিকেল পাঁচ টায় দক্ষিন মাইজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের জানাযা সম্পন্ন হয়। এতে বিপুল সংখ্যক শোকার্ত লোক জনের উপস্থিতি ঘটে।
সাগর ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়ার হোমিও চিকিৎসক ও আ'লীগ নেতা মরহুম ডাঃ সিরাজদ্দৌল্লাহ'র পুত্র। তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক। সাগর মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত জালালাবাদ ইউনিয়নে উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন-ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাজিবুল হক চৌধুরী রিকো, বিএমএসএফ,ঈদগাঁও উপ জেলার সদস্য সচিব এম আবু হেনা সাগর এবং ঈদগাঁও ঐক্য পরিবার এডমিন ইমরান তাওহীদ রানাসহ আরো অনেকে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮