প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৩, ১:৪৯ পি.এম
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিক-পুলিশ সংঘর্ষ গাড়িতে আগুন।।

মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের কালিয়াকৈরে টানা চতুর্থ দিন বৃহস্পতিবার বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকরা বেশকিছু কারখানা ও ভাঙচুর করেছে। কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালানো পোশাকশ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ন্যূনতম ২৩ হাজার টাকা মজুরির দাবিতে চারদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা।
উপজেলার মৌচাক থেকে চন্দ্রা-পল্লীবিদ্যুত এলাকায় সকাল ৮ টার পর হতে শ্রমিকরা কর্ম বিরতি পালন করে রাস্তায় বেড়িয়ে পড়ে। এখবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন কারখানার শ্রমিকরা আন্দোলনকারীদের সাথে যোগদিয়ে শ্রমিকরা কারখানায় হামলা ও ভাঙচুর করে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ নামক এলাকায় এ সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন অর্ধশতাধিক। শ্রমিকেরা ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপ করেছেন। বিক্ষিপ্ত শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫০-৬০টি গাড়ি ভাঙচুর করেছেন। ঢাকা-টাঙ্গাইল মহা-সড়কে একটি প্রাইভেট কার উল্টো পথে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসার পথে এক শিশুকে চাপা দেই । এক পর্যায়ে পল্লী বিদ্যুৎ এলাকায় স্থানীয় ও পুলিশের সহায়তায় চালককে আটক করে। বিক্ষুব্ধ শ্রমিকরা প্রাইভেট কারটি মহাসড়কের পাশে থামানো দেখে এবং এক্সিডেন্টের কথা শুনে কারটি ভাঙচুর ও অগ্নি সংযোগ করে।
সড়ক অবরোধের ফলে যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন। অনেক যাত্রীকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। অবরোধে আটকা পড়া বিভিন্ন পরিবহনে যাত্রী বিশেষ করে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
২৩ হাজার টাকা মজুরির দাবিতে চারদিন ধরে আন্দোলন করছেন শ্রমিকেরা। আজ টানা চতুর্থ দিন তারা মহাসড়ক অবরোধ করেন।
পোশাক কর্মী সালমা আক্তার বলেন, যে বেতন দেওয়া হয় তাতে সংসার চলে না। ঘর ভাড়া দিয়ে তিনবেলা খেয়েপড়ে বাঁচার সামর্থ্য তাদের নেই।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এএসপি দিপক চন্দ্র মজুমদার, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ও কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের নেতৃত্বে পুলিশের চারটি ইউনিট মহাসড়ক যানজট মুক্ত ও বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে বিশেষ ভূমিকা পালন করেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২