প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৫, ৫:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ৩:৩৯ পি.এম
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দুই ঘন্টা অবরোধ

মোঃ জাহিদুল ইসলাম সীতাকুণ্ড প্রতিনিধি
সীতাকুণ্ডের কুমিরা ও সোনাইছড়ি ছাত্র সমাজের উদ্যেগে সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রয়েল গেইট এলাকায় মানববন্ধন বিক্ষোভ ও সড়ক অবরোধ করে রাখে ছাত্র-সমাজ ও জনতা। মানববন্ধনে কে এস আর এম,রয়েল সিমেন্ট, কর্নফুলী স্টীল মিলস,পি এইচপি,নেমসান,কেওয়াই সি আর,কেডিএস, জিপিএস সহ আরও বিভিন্ন গাড়ি সরকারি জাইগায় অবৈধ ভাবে পার্কিং নিরসনের দাবিতে ও হাফেজ দিদারুল আলম এর মৃত্যুর বিচারের দাবিতে প্রতিবাদ সভা অবরোধ ও মানববন্ধন করে।
চট্টগ্রামের সীতাকুন্ড অংশে যত্রতত্র গাড়ি পার্কিং দাড়িয়ে থাকতে দেখা যায়। মহাসড়কের বড় দারোগারহাট থেকে চট্টগ্রামে যাওয়ার পথে অনেক স্থানে যানবাহন পার্কিং করে রাখা হয়েছে। এর মধ্যে কুমিরা বাইপাস, কুমিরা বালিকা স্কুল অ্যান্ড কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয় গেট এলাকায়, টোবাকো গেট, সলিমপুর ফকিরহাট, পাক্কা রাস্তা মাথাসহ অন্তত ১০টি স্থানে প্রতিদিন অসংখ্য মালবাহী ট্রাক, লরি, কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ফলে এসব স্থানে যানজটসহ প্রায়ই দুর্ঘটনা ঘটছে। সীতাকুন্ড থেকে চট্টগ্রামগামী বাস সেইফ লাইন সি এনজি অটোরিকশা ভটভটি নচিমন,করিমন সহ মহাসড়কের উপরেই সবসময় দাঁড়িয়ে থাকে। এতে মহাসড়কের মাঝপথ দিয়ে গাড়ি চালাতে হয়।
ফলে অনেক সময় দুর্ঘটনাও ঘটে।
মহাসড়ক নিরাপদ করতে এসব অবৈধ পার্কিং বন্ধ করার জোর দাবি জানান তারা। কুমিরা দক্ষিণ বাইপাসের পর থেকে কুমিরা আবাসিক স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত যত্রতত্র ভারি গাড়ি দাঁড় করে রাখা হয় বলে জানান।একই অবস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় গেটেও। সলিমপুর পাক্কা রাস্তার মাথা এলাকায় অনেক গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে।
ফলে যান চলাচল ব্যাহত হয়।
সন্ধ্যার পর মহাসড়কে এত বেশি অবৈধ পার্কিং ও যানজট থাকে যে, দূরপাল্লার সব গাড়িকে গতি কমিয়ে চলতে হয়। সংশ্লিষ্টরা জানান, ওই সড়কে প্রতিদিন গড়ে ৩৫-৪০ হাজার গাড়ি চলাচল করে। বিকেলের দিকে বন্দর থেকে ঢাকা অভিমুখে হাজার গাড়ি পার্কিংয়ের জন্য ট্রাক-লরি থেকে টাকা নেয় পুলিশ।
এসব অবৈধ পার্কিং নিয়ে উদ্বিগ্ন জনগন ও ছাত্র-সমাজ পরপর অবৈধ পার্কিং সংক্রান্ত যানজট দূর ও দূর্ঘটনা রোধ করতে যানবাহন মালিক ও শিল্পকারখানা কর্তৃপক্ষকে অনুরোধ করে।বিগত দিনেও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কারখানা ও ইন্ড্রাষ্টির সামনে ও মহাসড়ক বা গুরুত্বপূর্ণ স্থানে কোনো যানবাহন রাখবেন না। কিন্তু এখনো প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি।
যদি তারা নিজ দায়িত্বে অবৈধ পার্কিং বন্ধ না করেন বা দ্রুত অপসারন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে স্থানীয় ও দূরপাল্লার বাস ছাড়াও বিভিন্ন রুটে কয়েক হাজার সিএনজি চলাচল করে। এছাড়া প্রতিনিয়ত ঘটে ছোট-খাটো দুর্ঘটনা। এসব দেখার যেন কেউ নেই। ট্রাক ও পিকআপ সড়কের দুই পাশে দাড় করিয়ে মালামাল ওঠা-নামা করার ফলে প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হয়।
বক্তব্যে বিভিন্ন শিক্ষার্থী ও সাধারণ জনগন তাদের দাবিগুলো সরকারের কাছে ও বিভিন্ন ইন্ড্রাষ্টির কাছে আবেদন করেন,।শিক্ষার্থীরা আরো বলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তাপারাপারে একটি ফুট ওভার ব্রিজ জরুরী হয়ে পড়েছে ও একটি ট্রাপিক বক্স প্রয়োজন।বক্তারা আরো বলেন তাদের দাবি মেনে না নিলে ও অবৈধ পার্কিং গুলো না সরালে আরো কঠোর প্রদক্ষেপ গ্রহন করা হবে বলে জানান ছাত্র সমাজ ও শিক্ষক জনতা।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২