ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর)সকালে গিয়াস উদ্দিন খান ও সন্ধ্যা দিকে বাবুলের মৃত্যু হয়। নিহত মোঃ গিয়াস উদ্দিন খান(৮০) তিনি মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি। অপরজন মোঃ শহিদুল ইসলাম বুলবুল ওরফে বাবুল (৪৮) তিনি ছিনতাই মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত কয়েদী। তারা দুজন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন।
এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।
জানা গেছে, মৃত গিয়াস উদ্দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তিনি ২০১৯ সাল থেকে কারাগারে আছেন। বার্ধক্য জনিত বিভিন্ন রোগের কারণে এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিলো।তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানার মাইসুদ্দিন গ্রামের মৃত মফিজ উদ্দিন খানের ছেলে। এছাড়া অপরজন শহিদুল ইসলাম বাবুল সে একটি চুরি ও ছিনতাই মামলায় ২০১৫ সাল থেকে কারাগারে থাকার পর ২০১৮ সালে আদালত তাকে দশ বছরের কারাদণ্ড প্রদান করেন। তিনি যশোরের কোতোয়ালি থানার নরেন্দ্রপুর গ্রামের আবদুস সালাম মিয়ার পুত্র। গত ২১ শে সেপ্টেম্বর বুকে ব্যথা অনুভব করায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষচন্দ্র বোসকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮