প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০২৫, ৭:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৪, ৮:৪৪ এ.এম
ঢাকা আশুলিয়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার।।

মোঃ আসিফুজ্জামান আসিফ
সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।
ঢাকার আশুলিয়ায় মো. রিশাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার -২৭ জুন- বিকাল ৪টার দিকে আশুলিয়ার নরসিংহপুরের বুড়িপাড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিশাদ রংপুর জেলার মিঠাপুকুর থানার সেরুডাঙ্গা এলাকার মো. মুকুল মিয়ার ছেলে। তিনি আশুলিয়ার নরসিংহপুর বুড়িপাড়া এলাকায় লিটনের মালিকানাধীন ভাড়া বাসায় বসবাস করে রাজধানীর বিমানবন্দরে থাই গ্লাস সেটিংয়ের কাজ করতেন।
রিশাদের বোন কাজলী বেগম বলেন, বিকাল সোয়া ৩টার দিকে একটি নম্বর থেকে আমাকে কল করে জানায়, আমার ভাই গলায় ফাঁস লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আমার ভাইয়ের লাশে পচা গন্ধ বেরোচ্ছিল।
সর্বশেষ গত ২৫ জুন রাত ১০টার দিকে রিশাদকে ভাড়াটিয়া বাড়ির আশপাশের লোকজন ঘুরাফেরা করতে দেখেছিল বলেও জানান তিনি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক -এসআই- শিকদার হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে তদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২