মোঃ সাগর ঢালী স্টাফ রিপোর্টার
১২ মে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে যাত্রাবাড়ীর মোল্লা কলেজের সামনে ফ্লাইওভারে একটি বাস, লেগুনা ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তিনটি যানবাহনই যাত্রাবাড়ির দিকে যাচ্ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
দ্রুতগামী যানবাহনগুলোর মধ্যে হঠাৎ সংঘর্ষে ফ্লাইওভারের ওপর তীব্র ধাক্কাধাক্কির সৃষ্টি হয়, যার ফলে প্রায় ৭ থেকে ৮ জন আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে কাছাকাছি একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেয় ও অভিযুক্ত গাড়ি চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮