প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০২৪, ৪:৪১ এ.এম
ডিমেনশিয়া রোগ হয়েছে বলে ধারনা করেই আইনজীবীর আত্মহত্যা।।
মো: আব্দুর রহিম
শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরে মনিরুজ্জামান ইমরান -৫৫- নামের এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শরীয়তপুর সদর থানা পুলিশ।
বুধবার -১৯-জুন- সন্ধ্যা ৮ টার দিকে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির দক্ষিণ পাশের একটি ভবনে তার ব্যক্তিগত চেম্বার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আইনজীবী মনিরুজ্জামান ইমরান জাজিরা উপজেলার মুলনা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাউয়াদি কান্দি এলাকার শাজাহান মাদবরের ছেলে। তিনি শরীয়তপুর জেলা জজ কোর্টের আইনজীবী ছিলেন।
পুলিশ- আইনজীবীর সহকারী ও পরিবার সূত্রে জানা যায়- বেশ কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন আইনজীবী মনিরুজ্জামান ইমরান। আজ সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে ব্যক্তিগত চেম্বার সময় কাটাচ্ছিলেন তিনি। রাত ৮টার দিকে তার সহকারী শহিদুল ইসলাম চেম্বারে গেলে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এসময় তিনি পাশের লোকজনকে ডাক দেন। পরে একজন দরজার উপর দিয়ে ভেতরে প্রবেশ করলে মনিরুজ্জামান ইমরানকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছোট বোন জোসনা বেগম বলেন, ভাইয়া ভেবেছিল তার ডিমেনশিয়া রোগ ধরা পড়েছে। এরপর থেকেই ওনি চুপচাপ থাকেন। আজ যে ওনি এভাবে আত্মহত্যা করবেন ভাবতে পারছি না।
আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বলেন, স্যার কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। রাতে আমি চেম্বারে যাওয়ার পর ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পাই। পরে বিষয়টি আমি অন্য আইনজীবীকে জানাই ও লোকজন ডাক দিই। একজনকে দরজার উপর দিয়ে ভেতরে পাঠালে স্যারকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। একপর্যায়ে সে ভেতর থেকে দরজা খুলে দিলে আমরা সবাই ভেতরে ঢুকি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মেজবাহ উদ্দিন আহমেদ বলেন- আমরা আইনজীবীদের মাধ্যমে খবর পেয়ে তাদের উপস্থিতিতে মনিরুজ্জামান ইমরানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২