মহিনুল ইসলাম সুজন
নীলফামারী জেলা প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ নবায়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৫ এপ্রিল)বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উপজেলা অডিটরিয়াম হলরুমে সদস্য সংগ্রহ নবায়ন ও আলোচনা সভার উদ্বোধক হিসেব উপস্থিত থেকে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম আবুল।এতে প্রধান অতিথি ছিলেন,নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার জহুরুল ইসলাম ইসহাক।ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ডিমলা সদর ইউনিয়ন চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব উত্তম কুমার রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন, অনুষ্ঠানের প্রধান বক্তা নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল,বিশেষ বক্তা জেলা সাধারণ সম্পাদক ও নীলফামারী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী,আমন্ত্রিত অতিথি ডিমলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিমলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়,উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ প্রমুখ।এর আগে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে মিছিলে অংশ নেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮