নুর মোহাম্মদ
কক্সবাজার অফিস।।
প্রতিটি শিশুর অধিকার রক্ষা আমাদের অঙ্গীকার।এ প্রতিপাদ্য কক্সবাজারের রামুতে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র ও কেএনএইচের উদ্যোগে বিশ্ব শিশু দিবস উপলক্ষে র্যালী- আলোচনা সভা- সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ নভেম্বর ডিএসকে'র কেএনএইস, প্রজেক্ট রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে নানা অনুষ্ঠানমালার আয়োজন করে।
বিশ্ব শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোদেসতা বেগম রীনা।
দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ'র ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা'র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত হাজং।
দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলং অফিসার ফাইজা সাদিয়ার সঞ্চালনা সভায় আলোচনা করেন নুর মোহাম্মদ- তানিয়া সুলতানা- তানভীরুল হক।
আলোচনা সভায় শিশুর শিক্ষা- স্বাস্থ্য অধিকার- সুরক্ষা ও নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করে বক্তারা জানান- বাল্যবিয়ে বন্ধে সামাজিক সচেতনতার পাশাপাশি অভিভাবককে আরও ভূমিকা রাখতে হবে।
উপস্থিত ছিলেন ডিএসকের মোহাম্মদ মর্তুজা আলী- নাসিমা শাহীন- সোয়াইব হোসেন- আবদুর রহিম- প্রিয়া বড়ুয়া- জুতি চাকমা- মোকাররম হাসান, ইতু বড়ুয়া।
বিশ্ব শিশু দিবসের আলোচনা কালে বক্তারা আরো বলেন- জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুদের মধ্যে বাংলাদেশের শিশুরাও রয়েছে। বাংলাদেশে প্রতি তিনজন শিশুর মধ্যে একজন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে।
৫০ লাখ শিশুর বয়স পাঁচ বছরের কম- ১ কোটি ২০ লাখ শিশু বন্যাপ্রবণ এলাকার কাছাকাছি বাস করে এবং উপকূলীয় এলাকায় বসবাসকারী ৪৫ লাখ শিশু তীব্র ঘূর্ণিঝড়ের কবলে পড়ার ঝুঁকির মুখে রয়েছে।
এসময় আত্মসহায়ক দলের নারী- যুব ও শিশু দলের সদস্যসহ ভলান্টিয়ার- ফ্যাসিলেটর ও কমিউনিটি ফ্যাসিলিটরগণ উপস্থিত ছিলেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮