বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী, খ্যাতনামা চিকিৎসক এবং সিলেটের কৃতিসন্তান ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে সিলেট জেলা মহিলা দল।
শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি এলাকায় কোহেল কিচেন রেস্টুরেন্ট প্রাঙ্গণে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল প্রায় দুই হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করেন।
অনুষ্ঠানের উদ্বোধন
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না। সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা।
বিশেষ অতিথিরা
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী
জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী
সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ ও ড্যাব-এর শীর্ষ চিকিৎসকরা।
চিকিৎসক দল ও চিকিৎসা সেবা
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা।
নিউরোসার্জারি, ইউরোলজি, মেডিসিন, শিশু রোগ, গাইনী, কার্ডিওলজি, এন্ড্রোক্রাইনোলজি সহ প্রায় ২০টিরও বেশি বিভাগের চিকিৎসকবৃন্দ সরাসরি রোগীদের দেখেন এবং ঔষধ বিতরণ করেন।
বক্তব্যে ডা. জুবাইদা রহমানের প্রতি শ্রদ্ধা
বক্তারা বলেন, “ডা. জুবাইদা রহমান শুধু তারেক রহমানের সহধর্মিণীই নন, তিনি সিলেটের গর্বিত কৃতিসন্তান। তার পিতা ছিলেন নৌবাহিনীর প্রধান, চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। রাজনীতি ও চিকিৎসা সেবায় তার অবদান অতুলনীয়। আমরা সিলেটবাসী হিসেবে তাকে নিয়ে গর্ব করি।”
সহযোগী সংগঠনসমূহ
মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেছে ড্যাব সিওমেক শাখা, সিওমেক মেডিসিন ক্লাব ও সিওমেক ছাত্রদল।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮