জান্নাতীন নাঈম জীবন /পবিপ্রবি প্রতিনিধি।।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) বঙ্গবন্ধু পরিষদ।
৭ই ডিসেম্বর(বুধবার) পবিপ্রবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক প্রফেসর সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
শোক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, ডা. এস এ মালেক গতকাল ০৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।