প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৭:০১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৫, ৬:২৮ পি.এম
ঠাকুরগাঁও হরিপুরে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

নয়ন হোসেন,
উত্তরের সীমান্তঘেঁষা জেলা ঠাকুরগাঁওয়ে হরিপুরে দেখা মিলেছে ঘন কুয়াশার, যা গ্রাম বাসী দেখছেন শীতের আগমনী বার্তা হিসেবে। সোমবার (১৩ অক্টোবর) ভোরে পুরো জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর-গ্রামের পথঘাট ও বিস্তীর্ণ ফসলের মাঠ। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচল করে হেডলাইট জ্বালিয়ে।
ভোর থেকে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পথঘাট প্রায় অদৃশ্য হয়ে পড়ে। তারপরও জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে কাজে বের হন খেটে-খাওয়া মানুষজন।
হরিপুর সদরের গাড়ি চালক মজিবর রহমান বলেন, “ভোরবেলাতেই বের হতে হয়েছে। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি চালাতে হচ্ছে। কয়েক দিন ধরে সামান্য কুয়াশা থাকলেও আজ কুয়াশা অনেক বেশি।”
কালিগঞ্জ ব্রিজ এলাকায় হাঁটতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, “দিনের বেলা এখনো গরম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। তবে আজকের কুয়াশা অন্য দিনের তুলনায় অনেক ঘন। মনে হচ্ছে শীতের আগমন ঘটছে।”
ধানের পাতায় জমে থাকা শিশিরবিন্দু ও সকালের ঘন কুয়াশা দেখে জেলাবাসী শীতের আগাম বার্তা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন অনেকে।
তবে আবহাওয়ায় এখনো তেমন তাপমাত্রার পরিবর্তন দেখা যায়নি। স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে ঠাকুরগাঁওয়ের সর্বনিম্ন তাপমাত্রা ২৩ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। সোমবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, এ মাসের শেষ সপ্তাহের দিকে জেলায় শীত পুরোপুরি নামতে পারে।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮
নিবন্ধন নাম্বারঃ ১১০, কোড নাম্বারঃ ৯২