জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
সারা বিশ্বেই আজ বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।
সভ্য জাতি গঠনে নৈতিক শিক্ষা ও আদর্শ শিক্ষকের বিকল্প নেই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার -৫ অক্টোবর- দুপুরে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ থেকে একটি র্যালী বের হয়। র্যালীলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে পুনরায় ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষগণ
আলোচনা সভায় বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের নানা তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং শিক্ষার মান বাড়াতে অবকাঠামো উন্নয়নে সরকারকে সুদৃষ্টির দাবি জানান তারা। এছাড়া দিবসটি উপলক্ষে ঠাকুরগাঁও জেলা ইস্কুল- সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮