জসীমউদ্দীন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর নিচ থেকে আগ্নেয়াস্ত্র -পিস্তল- মনে করে দুটি খেলনা পিস্তল নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার -৩ সেপ্টেম্বর- সকালে টাঙ্গন নদীর ধারে এ ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধারের পর থেকে এলাকার লোকজন ছুটে আসেন একনজর দেখতে।
স্থানীয়রা জানান, সকালে স্থানীয় দুই শিশু নদীতে মাছ ধরতে গেলে পিস্তল দুটি দেখতে পায়। প্রথমে তারা বুঝতে পারেনি এটি খেলনা পিস্তল। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে সেগুলো পর্যবেক্ষণ করে দেখেন এগুলো খেলনা পিস্তল।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, স্থানীয়রা সচেতন বলেই তারা সাথে সাথে পুলিশকে খবর দিয়েছে। আমি আশা করবো সকলে এভাবে সচেতন থেকে পুলিশের পাশে থেকে সাহায্য করবেন।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮