সংবাদ উপস্থাপক:
পরে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সেই বেসরকারি বিমানকে সরিয়ে দেওয়া হয়। এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল আরাবিয়া।
সংবাদ পাঠক:
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বেডমিনস্টারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমায় নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বেসরকারি ছোট বিমান প্রবেশ করলে, একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দিয়ে ওই এলাকা থেকে বের করে দেয়।
নিউজ ডেস্ক রিপোর্টার (ভয়েসওভার):
মার্কিন সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩৯ মিনিটে ঘটনাটি ঘটে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড—নোরাড জানায়, এটি ছিল শনিবার পঞ্চমবারের মতো অননুমোদিত আকাশসীমা লঙ্ঘন।
নোরাডের মুখপাত্র:
“হেডবাট ম্যানুভার” কৌশল ব্যবহার করে এফ-১৬ যুদ্ধবিমানটি বেসরকারি উড়োজাহাজের পাইলটের দৃষ্টি আকর্ষণ করে। পরে বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ এলাকা থেকে বের করে আনা হয়।
সংবাদ উপস্থাপক:
এদিকে হোয়াইট হাউস এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
যোগাযোগের ঠিকানাঃ মোল্লা ব্রিজ, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। মোবাইলঃ ০১৯১৮-৪০৪৭৬০, বিজ্ঞাপনঃ ০১৭৩৩-৩৬১১৪৮